একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন কিনেছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম ও অভিনেত্রী সারাহ বেগম কবরী, অ্যাডভোকেট তারানা হালিম, এবং রোকেয়া প্রাচী। শনিবার রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা।
কণ্ঠশিল্পী মমতাজ মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর-হরিরামপুর) আসন থেকে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর আগে তিনি ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন।
অপরদিকে ঢাকা-১৭ আসনে নৌকা প্রতীক পেতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চিত্রনায়িকা সারাহ বেগম কবরী। এর আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন কবরী।
এছাড়া আওয়ামী লীগের মনোনয়নপত্র নিয়েছেন তথ্যপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। তিনি টাঙ্গাইল- ৬ (দেলদুয়ার নাগরপুর) আসন থেকে নির্বাচন করবেন। ফেনী-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনেছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী।