একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন ফরম নিয়েছেন অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।
রোববার দুপুরে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু হলে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কাছ থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেন তিনি।
অনুষ্ঠানে এরশাদ বলেন, নির্বাচনী যাত্রা শুরু হল। জয়ের মাধ্যমেই তা শেষ হবে। সবার সহযোগিতা চাই।
এ সময় উপস্থিত ছিলেন দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদারসহ পার্টির শীর্ষ নেতারা।
রোববার সকাল থেকেই তৃণমূল নেতারা নির্বাচনী প্রতীক লাঙ্গল এবং ব্যানার ও ফেস্টুন নিয়ে গুলশান-১ এর ইমানুয়েলস মিলনায়তনে হাজির হন।
বিভিন্ন এলাকা থেকে প্রার্থীরা সমর্থকদের নিয়ে শোডাউন করে ইমানুয়েলস মিলনায়তনে আসেন।
জানা গেছে, প্রথম দিন বিকাল ৫টা পর্যন্ত ইমানুয়েল কনভেনশন সেন্টার থেকেই আবেদন ফরম বিতরণ করা হবে।
এর পর ১২-১৪ নভেম্বর পর্যন্ত জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হবে।
আগামী ১৫ নভেম্বরের মধ্যে আবেদন ফরম পূরণ করে জাতীয় পার্টির চেয়ারম্যানের দফতরে জমা দিতে হবে।