দুর্বৃত্তদের গুলিতে পুলিশের একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১২টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা এলাকায় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কনস্টেবল শংকর চন্দ্রনাথ (২৭), আরিফুল ইসলাম (৩২)। তাদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আটককৃতরা হলেন-সুমন (২০) ও শাহীন (২৮), আরেকজনের জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মে. মফিজ উদ্দিন ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল আওয়াল সঙ্গীয় ফোর্স নিয়ে একটি মাদকবাহী প্রাইভেটকারকে ধাওয়া করে। পুলিশের পিকআপ ভ্যানটি ঘাটুরাস্থ ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পৌঁছামাত্র দুর্বৃত্তরা পিকআপভ্যানটিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পিকআপ ভ্যানটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় পিকআপভ্যানে থাকা পাঁচ পুলিশ সদস্য আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তিনজনকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও দুজনকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।