কঠিন সময়ে প্রতিরোধ গড়ে দুর্দান্ত ইনিংস খেলে ফেললেন মুমিনুল হক। বিগত কয়েকটি ম্যাচে ব্যর্থ হওয়া এই টপ অর্ডার ব্যাটসম্যান জিম্বাবুয়ের বিপক্ষে আজ ক্যারিয়ারের ৭ম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন। ১০ মাসের বেশি সময় পর তার ব্যাট থেকে তিন অংকের ইনিংস এল। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মুমিনুল। তিন অংকে পৌঁছতে তিনি খেলেছেন ১৫০ বল এবং হাঁকিয়েছেন ১২টি বাউন্ডারি। বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ১৯১ রান।
রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ রবিবার সিরিজ বাঁচানোর মিশনে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। দলীয় ১৩ রানে জার্ভিসের বলে চাকাভার গ্লাভসবন্দি হয়ে কোনো রান না করেই প্যাভিলিয়নে ফিরেছেন ইমরুল কায়েস। রিভিউ নিয়ে বেঁচে যাওয়া ইমরুলের সঙ্গে যোগ দেন নিজেকে হারিয়ে ফেলা মুমিনুল হক।
দলের এমন বিপদের মুহূর্তে হাল ধরেন মুমিনুল হক এবং মুশফিকুর রহিম। দুজনের জুটিতে একশ পার করে বাংলাদেশ। ৯২ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন মুমিনুল হক। তাদের জুটি শতরান ছাড়িয়ে গেছে। ৫৯ রানে ব্যাট করছেন মুশফিকুর রহিম।
বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, আরিফুল হক, মোহাম্মদ মিঠুন, মুস্তাফিজুর রহমান।