ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ৩৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার দর ছিল ৩৬.৩০ টাকায়। রবিবার লেনদেন শেষে এর শেয়ার দর দাঁড়িয়েছে ৩৩.৪০ টাকায়। অর্থাৎ ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের শেয়ার দর ২.৯০ টাকা বা ৭.৯৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইর লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো মধ্যে সায়হাম টেক্সটাইলের ৭.৫১ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৭.৩৬ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৭.২৪ শতাংশ, খুলনা পাওয়ারের ৭.০১ শতাংশ, এমএল ডাইংয়ের ৫.৯৬ শতাংশ, সায়হাম কটনের ৫.৮৩ শতাংশ, বিডি অটোর ৫.৭১ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ৫.৫৮ শতাংশ এবং বাংলাদেশ সাবমেরিন কেবলসের শেয়ার দর ৫.৫৩ শতাংশ কমেছে।