সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে স্বাগতিক বাংলাদেশ। গতকাল রবিবার ৫ উইকেট হারিয়ে ৩০৩ রান তুলতে সক্ষম হন মুশফিক-মুমিনুলরা। ব্যক্তিগত ১৬১ রানে মুমিনুল হক আউট হলেও ১১১ রান নিয়ে অপরাজিত আছেন মুশফিকুর রহিম। দ্বিতীয় দিনে অধিনায়ক মাহমুদউল্লাহকে নিয়ে আবারো শুরু করেছেন যাত্রা।
প্রথম টেস্টে ১৫১ রানে হেরে কোণঠাসা বাংলাদেশ ঢাকা টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তবে সিদ্ধান্তকে যথার্থ করে তুলতে ব্যর্থ হন টপ-অর্ডারের ব্যাটসম্যানরা। দলীয় ২৬ রানে ৩ উইকেট হারিয়ে প্রাথমিক চাপে পড়েন স্বাগতিকরা। সেই জায়গায় স্রোতের বিপরীতে দাঁড়িয়ে যান দলের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মুমিনুল হক। ২৬৬ রানের নান্দনিক এক জুটি গড়ে দলকে নিয়ে যান বিপত্সীমার বাইরে। আজ সেই পালেই হাওয়া দেয়ার পালা মুশফিক-মাহমুদউল্লাহর।
সিরিজ নির্ধারণী এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। একদিনের সিরিজে সফরকারীদের হোয়াইটওয়াশ করলেও টেস্টে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে চান স্বাগতিকরা।