মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৫ কোম্পানি। এগুলো হলো: বিকন ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সায়হাম টেক্সটাইল, মুন্নু জুট, এপেক্স ফুডস, প্যাসেফিক ডেনিমস, ভিএফএস থ্রেড ডাইং, রংপুর ফাউন্ড্রি, ন্যাশনাল পলিমার, এসিআই ফরমুলেশন, রেনেটা, একটিভ ফাইন, সাইফ পাওয়ার, এএফসি এগ্রো, এসিআই, নূরানী ডাইং, আইটিসি, মুন্নু সিরামিক, কাট্টলি টেক্সটাইল, বেঙ্গল উইনসোর, বসুন্ধরা পেপার, সাভার রিফ্র্যাক্টররিজ, বিচ হ্যাচারি এবং স্ট্যান্ডার্ড সিরামিক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগামী ১৫ নভেম্বর, বিকন ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সায়হাম টেক্সটাইল, মুন্নু জুট, এপেক্স ফুডস, প্যাসেফিক ডেনিমস, ভিএফএস থ্রেড ডাইং, রংপুর ফাউন্ড্রি, ন্যাশনাল পলিমার, এসিআই ফরমুলেশন, রেনেটা, একটিভ ফাইন, সাইফ পাওয়ার, এএফসি এগ্রো, এসিআই, নূরানী ডাইং, আইটিসি, মুন্নু সিরামিক, কাট্টলি টেক্সটাইল, বেঙ্গল উইনসোর এবং বসুন্ধরা পেপারের বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের দুই কার্যদিবস অর্থাৎ ১৩ ও ১৪ নভেম্বর স্পট মার্কেটে হবে এসব কোম্পানিগুলোর শেয়ার লেনদেন।
এ সময়ে ব্লক/অডলটে লেনদেন করা যাবে। আর রেকর্ড ডেটের কারণে আগামী ১৫ নভেম্বর, বৃহস্পতিবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো।
অন্যদিকে, আগামী ২৭ নভেম্বর, সাভার রিফ্র্যাক্টররিজ, বিচ হ্যাচারি এবং স্ট্যান্ডার্ড সিরামিক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের নয় কার্যদিবস অর্থাৎ ১৩ থেকে ২৬ নভেম্বর স্পট মার্কেটে হবে এ কোম্পানিগুলোর শেয়ার লেনদেন।
এ সময়ে ব্লক/অডলটে লেনদেন করা যাবে। আর রেকর্ড ডেটের কারণে আগামী ২৭ নভেম্বর, মঙ্গলবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো।