শাহরুখকে সমর্থন করে ভারতকে একহাত হাফিজ সৈয়দের
প্রকাশ: ২০১৫-১১-০৪ ১২:৪১:৩৪
বিজেপিকে একহাত নিয়ে শাহরুখ খানের পাশে মুম্বই হামলার মূল চক্রি হাফিজ সৈয়দ। অসহিষ্ণুতা প্রসঙ্গে শাহরুখ খান মুখ খোলার পরেই তাঁকে একহাত নিয়ে সুর চড়াতে থাকে বিজপি নেতারা। এর পালটা হিসাবে শাহরুখ খানকে পাকিস্তানে বসবাস করার আমন্ত্রণ জানাল হাজিস সৈয়দ।
বলিউড তারকা শাহরুখকে বিজেপির আক্রমণের প্রেক্ষিতে ভারতকে হিন্দুদের ফ্যাসিস্ত রাষ্ট্র বলে আক্রমণ করল জামাত-উদ-দাওয়া প্রধান। ট্যুইটারে তিনি লেখেন, “বিভিন্ন ঘটনা প্রমাণ করেছে, মোদীর ভারত ধর্মনিরপেক্ষ নয়। ভারতের যে সমস্ত বিদ্বজ্জনরা অসহিষ্ণুতার বিরুদ্ধে প্রতিবাদ করতে চান, তাঁদের পাকিস্তানে স্বাগত। ইসলাম ধর্মের কোনও মানুষ বা শাহরুখ খান যদি ভারতে থাকাকালীন অসুবিধা বা বৈষম্য অনুভব করেন, তবে তাঁকে বা তাঁদের পাকিস্তানে আসার আমন্ত্রণ জানাই।”
প্রসঙ্গত, নিজের ৫০ তম জন্মদিনের এক অনুষ্ঠানে অসহিষ্ণুতা প্রসঙ্গে মুখ খোলেন বলিউড অভিনেতা শাহরুখ খান। তিনি বলেন, ধর্মনিরপেক্ষ না হওয়াই ভারতে সবচাইতে বড় অপরাধ। নিজের মৎ প্রকাশের অধিকারই আসল গণতন্ত্র। প্রয়োজনে নিজের পুরস্কার ফিরিয়ে দিতেও তিনি প্রস্তুত বলে দাবি করেন শাহরুখ। এরই পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় শাহরুখকে দেশ-বিরোধী আখ্যা দেন। শুধু তিনিই নন, ভিএইচপি নেত্রী সাধ্বী প্রাচীও শাহরুখকে পাকিস্তানি এজেন্ট বলে আক্রমণ করেন।
সানবিডি/ঢাকা/এসএস