বলিউডে হ্যাশট্যাগ মি টু প্রসঙ্গে ফেঁসেছেন অনেক তারকারা। একে একে অনেক থলের বেড়াল বের হয়ে আসছে। সেই খবর শুনে অবাক অনেকে। এবার সেই থলে থেকে বের হয়ে এলো নওয়াজউদ্দিন সিদ্দিকীর নাম। অভিনেত্রী নীহারিকা সিং এবার অভিযোগ তুললেন সাবেক প্রেমিক নওয়াজউদ্দিনের বিরুদ্ধে।
২০০৯ সালে নওয়াজউদ্দিনের সঙ্গে ‘মিস লাভলি’ ছবিটি করেন নীহারিকা। এরপর থেকে তাদের মধ্যে ভালো একটি সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের এক পর্যায়ে বাড়িতে নওয়াজউদ্দিনকে আমন্ত্রণ জানান তিনি। নীহারিকার অভিযোগ, দরজা খুলতেই নওয়াজউদ্দিন তার ওপর ঝাঁপিয়ে পড়েন। ধস্তাধস্তির পর আত্মসমর্পণ করতে বাধ্য হন তিনি। অন্যদিকে পরিচালক সাজিদ খানের বিরুদ্ধেও নীহারিকা অভিযোগ করেছেন।
এছাড়া নীহারিকা জানিয়েছেন, ভূষণ কুমার তাকে একটি ছবিতে নিতে চেয়ে নিজের অফিসে ডেকে পাঠান। একটি খামে দুটি ৫০০ টাকার নোট দেওয়া হয় তাকে। ওই রাতেই আবার বার্তা পাঠায় ভূষণ। তাতে লেখা ছিল, ‘তোমাকে আরো গভীরভাবে জানতে চাই। আমরা কী দেখা করতে পারি?’
সেখানে থেকে নীহারিকা উপস্থিত বুদ্ধি দিয়ে বের হয়ে আসেন।
বিষয়টি নিয়ে বেশ চিন্তিত নওয়াজউদ্দিন। এই ঘটনা ছড়িয়ে যাওয়ার পর থেকে গণমাধ্যম তার কাছে থেকে বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি বিষয়টি বরাবরই এড়িয়ে যাচ্ছেন। তিনি বলেন, ‘কোনোকিছু একতরফা শুনে বিচার করবেন না দয়া করে। আরো অনেককিছু জানার আছে। আমি এখনই এ নিয়ে কোনো কথা বলতে চাই না। সময় হলেই আমি সবকিছু জানাবো। তাই এ সময়ে আমাকে প্রশ্ন করবেন না দয়া করে।’