২০১৩ সালে ব্যবসায়ী ওহিদুন নবী শাহীনকে খুনের ঘটনায় ফয়সাল ইসলাম রাসেল (২৪) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে ফয়সাল ইসলাম রাসেলকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। আজ বুধবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মহিতুল হক এনাম চৌধুরী এই রায় দেন।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মো.আইয়ূব খান জানান, ব্যবসায়ী ওহিদুল নবী শাহীনের খুনের একমাত্র আসামী ফয়সাল ইসলাম রাসেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৫ অক্টোবর বিকেল ৫টায় ডবলমুরিং থানার আগ্রাবাদের বাদামতলী এলাকায় ব্যবসায়ী শাহীনকে গুলি করে হত্যা করে রাসেল। খুন করে পালানোর সময় রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ। এর পরদিন নিহতের বাবা ইব্রাহীম বাদি হয়ে ডবলমুরিং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আরও জানা গেছে, চট্টগ্রামের আগ্রাবাদের সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেটের কম্পিউটার ইয়াং নামে শাহীনের একটি দোকান ছিল। তার গ্রামের বাড়ি সন্দ্বীপ উপজেলায়। তিনি তার পরিবারের সঙ্গে হালিশহর আবাসিক এলাকার আই ব্লকের সোহাগ বিল্ডিংয়ে থাকতেন।