যে কারণে সিলভা ফার্মার ইপিএস বেড়েছে
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৮-১১-১৪ ১২:৫১:২৫

পুঁজিবাজারের তালিকাভুক্ত সিলভা ফার্মা সিটিউক্যালস লিমিটডের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচিত সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ব্যপক আকারে বেড়েছে। গত বছরের তুলনায় ইপিএস প্রায় বেড়েছে ১২৮ দশমিক ৫৭ শতাংশ।
কোম্পানির দেয়া তথ্য মতে, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৮ টাকা। যা আগের বছরে একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.২১ টাকা। এ হিসেবে ইপিএস বেড়েছে ২৭ পয়সা বা ১২৮ দশমিক ৫৭ শতাংশ।
এছাড়াও শেয়ার প্রতি সম্পদের পরিমাণ (এনএভিপিএস) হয়েছে ১৫.৭৯ টাকা।
বিষয়টি নিয়ে জানতে চাইলে কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) সানবিডিকে বলেন, গত বছর আমাদের ৫ কোটি ২৬ লাখ ২৯ হাজার ৬১৪ টাকা আয় হয়েছে। এর মধ্যে ২ কোটি ৫৬ লাখ ৫১ হাজার ৫৯৪ টাকা ছিলো (ডেফাট টেক্স) বিলম্বিত কর । এই জন্য আমাদের আয় অনেক বেশি বেড়েছে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













