ইতালির লেক কোমোর ডেল বাল্বিনেলো ভিলায় বিয়ে করছেন রণবীর সিং আর দীপিকা পাড়ুকোন। আজ বুধবার তাঁদের বিয়ে হবে কন্নড় রীতিতে আর আগামীকাল বৃহস্পতিবার সিন্ধি পাঞ্জাবি মতে বিয়ে হবে বলিউডের জনপ্রিয় এই তারকা জুটির। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ছিল মেহেদি অনুষ্ঠান। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, মেহেদি অনুষ্ঠানে হঠাৎ কেঁদে ফেলেন দীপিকা পাড়ুকোন। পাশেই ছিলেন রণবীর সিং। দীপিকার চোখে পানি দেখে সঙ্গে সঙ্গে তাঁকে জড়িয়ে ধরেন। এ সময় আশপাশ থেকে হইচই শুরু হয়ে যায়। মুহূর্তে হেসে ফেলেন দীপিকা!
অনেকেই প্রশ্ন করছেন, মেহেদি অনুষ্ঠানে কী এমন ঘটেছিল যে দীপিকা পাড়ুকোন কেঁদে ফেললেন! এই অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ভারতীয় সংবাদমাধ্যম জানতে পেরেছে, মেহেদি অনুষ্ঠানে রীতিমতো পার্টির মেজাজে ছিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। সেখানে হঠাৎ কেঁদে ফেলেন দীপিকা। অন্যদের ধারণা, সবাই যখন হইচইয়ে মত্ত, স্পিকারে বাজছে শুভা মুদগালের গান, তখন দীপিকা আবেগপ্রবণ হয়ে পড়েন। তাঁর চোখ ভিজে যায়। তবে ওই সময় রণবীর যেভাবে দীপিকাকে সামলেছেন, তা ছিল এক অনবদ্য মুহূর্ত।