নতুন ব্যবসায় ইউনিট খুলবে কে অ্যান্ড কিউ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১১-১৫ ১৩:৫০:৩৭
প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কে অ্যান্ড কিউ লিমিটেড। আলোচিত সময় কোম্পানিটির ইপিএস বেড়েছে ৩৮.৫৭ শতাংশ। এছাড়াও পর্ষদ সভায় কোম্পানিটি নতুন ব্যবসায় ইউনিট খোলার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১৮ টাকা। যা আগের বছরে একই সময়ে ছিল ০.১৪ টাকা। সে হিসেবে কোম্পানির ইপিএস বেড়েছে ০.০৪ টাকা বা ৩৮.৫৭ শতাংশ।
এছাড়াও শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ০.১৮ টাকা এবং শেয়ার প্রতি সম্পদের পরিমাণ (এনএভিপিএস) হয়েছে ৭৬.৭৩ টাকা। কোম্পানির সম্পদ পুনর্মূল্যায়ন কারণে কোম্পানির এনএভি বৃদ্ধি পেয়েছে।
এদিকে, কোম্পানিটি নতুন ব্যবসা হিসাবে বিভিন্ন দেশ থেকে বুল্ডার্স/পাথর আমদানি করবে। এসব বণ্টনের সুবিধার জন্য কোম্পানিটি দেশের বিভিন্ন স্থানে ক্রাশিং ইউনিট স্থাপন করবে।