শেষ ঘন্টায় ৪ কোম্পানি হল্টেড

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১১-১৫ ১৩:৫৫:৪২


ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনের শেষ ঘন্টায় বিক্রেতার সংকটে হল্টেড হয়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত ৪ কোম্পানি। আলোচিত সময় কোম্পানিগুলোর শেয়ার ক্রয় করতে ক্রেতা দেখা গেলেও বিক্রেতার ঘর শূণ্য ছিল। হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো- সেন্টাল ফার্মাসিটিক্যাল, সোনালী আঁশ, লিবরা ইনফিউশন এবং স্টাইল ক্রাফট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্যানুযায়ী, দুুপুর দেড়টার দিকে সেন্টাল ফার্মার ক্রেতার ঘরে ১২ লাখ ১০ হাজার ৭৯২টি শেয়ার ১৬.৯০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির শেয়ার দর ৯.৭৪ শতাংশ বা ১.৫০ টাকা বেড়ে সর্বশেষ ১৬.৯০ টাকায় লেনদেন হয়।
সোনালী আঁশের ক্রেতার ঘরে ১২ হাজার ২টি শেয়ার ৪৩১ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির শেয়ার দর ৮.৭২ শতাংশ বা ৩৪.৬০ টাকা বেড়ে সর্বশেষ ৪৩১ টাকায় লেনদেন হয়।
লিবরা ইনফিউশনের ক্রেতার ঘরে ৬ হাজার ৯৯৬টি শেয়ার ১ হাজার ২৬৫ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির শেয়ার দর ৬.২৪ শতাংশ বা ৭৪.৪০ টাকা বেড়ে সর্বশেষ হাজার ১ হাজার ২৬৫ টাকায় লেনদেন হয়।
স্টাইল ক্রাফটের ক্রেতার ঘরে ৩৮ হাজার ৩৭৪টি শেয়ার ১ হাজার ১৯৯.৮০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির শেয়ার দর ৬.২৪ শতাংশ বা ৭০.৫০ টাকা বেড়ে সর্বশেষ ১ হাজার ১৯৯.৮০ টাকায় লেনদেন হয়।