ইউনাইটেড পাওয়ারের ইপিএস বেড়েছে ৬৬%
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৮-১১-১৫ ২১:০১:২৭

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিভিউশন লিমিটেডের প্রথম প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর,১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। হিসাব অনুযায়ী কোম্পানিটির ইপিএস বেড়েছে ৬৬ দশমিক ৩৬ শতাংশ।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৭১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ২৩ পয়সা। এ হিসেবে ইপিএস বেড়েছে ১ টাকা ৪৮ পয়সা বা ৬৬ দশমিক ৩৬ শতাংশ।
৩০ সেপ্টেম্বর শেষে শেয়ার প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৫৮ টাকা ০২ পয়সা। আগরে বছর একই সময়ে এটি ছিলো ৩৪ টাকা।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












