গেইনারের শীর্ষে সোনালী আঁশ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১১-১৭ ১১:৩১:২৯


সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সোনালী আঁশের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহের প্রথম দিন কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয় ৩১০.৯০ টাকায়। যা সপ্তাহ শেষে দাঁড়ায় ৪৩১ টাকায়। অর্থাৎ এক সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ১২০.১০ টাকা বা ৩৮.৬৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে স্টাইলক্রাফটের ৩৮.৫৯ শতাংশ, লিবরা ইনফিউশনের ৩১.১৮ শতাংশ, ওয়াটা কেমিক্যালসের ২১.৬৬ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ১৯.৮৬ শতাংশ, ইউনাইটেড পাওয়ারের ১৯.০৫ শতাংশ, মুন্নু জুট স্টাফলার্সের ১৮.৬৭ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১৮.৫২ শতাংশ, জেমিনি সী ফুডের ১২.১৯ শতাংশ এবং এমবি ফার্মার শেয়ার দর ১১ শতাংশ বেড়েছে।