৭৬ শতাংশ বিক্রয় বৃদ্ধি সত্ত্বেও মুনাফা কমেছে ৪৯ শতাংশ তসরিফার  

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৮-১১-১৭ ১১:৫৬:৫০


শেয়ারবাজারে তালিকাভুক্ত তসরিফা ইন্ডাস্ট্রিজের আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ১৮) বিক্রয় বেড়েছে ৭৬ শতাংশ। তারপরেও কোম্পানিটির নিট মুনাফা কমেছে ৪৯ শতাংশ। এর পেছনে উৎপাদন ব্যয়ের আনুপাতিক হার বৃদ্ধি অন্যতম কারন হিসাবে রয়েছে। এছাড়া কোম্পানিটির মুনাফায় ধসের আরেকটি প্রধান কারন হিসাবে রয়েছে পরিচালন ব্যয় দ্বিগুণ হওয়া।

তসরিফা ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ১৮) অনিরীক্ষিত আর্থিক হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে।

আইডিএলসি ইনভেস্টমেন্টসের মাধ্যমে ২০১৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া তসরিফা ইন্ডাস্ট্রিজ শেয়ারবাজার থেকে প্রতিটি শেয়ার ২৬ টাকা দরে ইস্যুর মাধ্যমে মোট ৬৩ কোটি ৮৭ লাখ টাকা সংগ্রহ করে। যে কোম্পানিটির শেয়ার দর শনিবার (১৭ নভেম্বর) ২০.৯০ টাকায় রয়েছে। ওই সময়ের ২.৬৪ টাকা শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করা কোম্পানিটির সর্বশেষ ২০১৭-১৮ অর্থবছরে হয়েছে ১.২৭ টাকা। আর লভ্যাংশ নেমে এসেছে ১০ শতাংশে।

দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির পণ্য বিক্রয় হয়েছে ৩৮ কোটি ৪২ লাখ টাকার। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ২১ কোটি ৮২ লাখ টাকা। এ হিসাবে বিক্রয় বেড়েছে ১৬ কোটি ৬০ লাখ টাকার বা ৭৬ শতাংশ।

আগের বছরের প্রথম প্রান্তিকে বিক্রয়ের জন্য উৎপাদন ব্যয় হয়েছিল ১৭ কোটি ৮১ লাখ টাকা। যা ছিল বিক্রয়ের ৮২ শতাংশ। যাতে গ্রোস প্রফিট (মোট মুনাফা) হয়েছিল ৪ কোটি ১ লাখ টাকা। আর এ বছরের প্রথম প্রান্তিকে বিক্রয়ের বিপরীতে ৮৬ শতাংশ হারে উৎপাদন ব্যয় হয়েছে ৩৩ কোটি ১৪ লাখ টাকা। যাতে গ্রোস প্রফিট হয়েছে ৫ কোটি ২৮ লাখ টাকা। এ হিসাবে গ্রোস প্রফিট বেড়েছে ১ কোটি ২৭ লাখ টাকার বা ৩২ শতাংশ।

এদিকে কোম্পানিটির বিক্রয়ের তুলনায় পরিচালন ব্যয় বেশি হারে বেড়েছে। এছাড়া সুদজনিত ব্যয় বেড়েছে। কোম্পানিটির আগের বছরের ২ কোটি ২৩ লাখ টাকার পরিচালন ব্যয় এ বছরে বেড়ে হয়েছে ৪ কোটি ২৫ লাখ টাকা। আর ২৯ লাখ টাকার সুদজনিত ব্যয় এ বছর বেড়ে হয়েছে ৬৮ লাখ টাকা।

অপরদিকে আগের বছরের প্রথম প্রান্তিকের ৪৭ লাখ টাকার অপরিচালন মুনাফা এ বছরে বেড়ে হয়েছে ৭০ লাখ টাকা।

কোম্পানিটির প্রথম প্রান্তিকে বিক্রয় থেকে উৎপাদন ব্যয়, পরিচালন ব্যয়, সুদজনিত ব্যয় ও কর সঞ্চিতি বিয়োগ এবং অপরিচালন মুনাফা যোগ শেষে নিট মুনাফা হয়েছে ৭২ লাখ টাকা বা শেয়ারপ্রতি ০.১১ টাকা। যা আগের বছরের প্রথম প্রান্তিকে হয়েছিল ১ কোটি ৪০ লাখ টাকা বা শেয়ারপ্রতি ০.২২ টাকা। এ হিসাবে নিট মুনাফা কমেছে ৬৮ লাখ টাকা বা ৪৯ শতাংশ।

৬৩ কোটি ১৭ লাখ টাকার পরিশোধিত মূলধনের তসরিফা ইন্ডাস্ট্রিজে ২১৩ কোটি ১৯ লাখ টাকার নিট সম্পদ রয়েছে। যা শেয়ারপ্রতি হিসাবে ৩৩.৭৫ টাকা।