পুঁজিবাজারের দীর্ঘ মন্দায় তলানিতে নেমে এসেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। স্বল্প মূলধনী, লোকসানি কিছু জেড আইটেম ছাড়া বাকি কোম্পানিগুলোর শেয়ার দর আলোর মুখ দেখছে না। আসন্ন নির্বাচনকে ইস্যু দেখানোর মতো প্রতিবারই বাজার মন্দায় কোনো না ইস্যু দেখানো হয়। অন্যদিকে কোম্পানির শেয়ার দর নামতে নামতে বিনিয়োগকারীদের আর্থিক ক্ষতির পরিমাণ অনেকগুন বেড়ে গেছে। এ অবস্থা থেকে উত্তোরণের জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয় হওয়ার বিকল্প নেই বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।
জানা যায়, দীর্ঘ মন্দায় তালিকাভুক্ত ২৮ কোম্পানির শেয়ার দর ফেসভ্যালুর নিচে চলে এসেছে। ১০ কোম্পানির শেয়ার দর ৫ টাকার নিচে নেমে এসেছে। এর মধ্যে সি অ্যান্ড এ টেক্সটাইলস লিমিটেডের বর্তমান শেয়ার দর দাঁড়িয়েছে ৩.৯০ টাকা। এছাড়া ফ্যামিলিটেক্স বিডি’র শেয়ার দর ৪.৮০ টাকা, ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেডের শেয়ার দর ২.৭০ টাকা, ব্যাংকিং খাতের আইসিবি ইসলামী ব্যাংকের শেয়ার দর ৩.৯০ টাকা, বস্ত্রখাতের তুং-হাই নিটিংয়ের শেয়ার দর ৪.৫০ টাকায়, দ্য ডাক্কা ডাইং এন্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানির শেয়ার দর ৪.৬০ টাকায় দাঁড়িয়েছে।
ফেসভ্যালুর নিচে অবস্থান করা আর্থিক খাতের বাংলাদেশ ইন্ডাষ্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) শেয়ার দর দাঁড়িয়েছে ৫ টাকা। এছাড়া ফারইষ্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের শেয়ার দর ৪.৯০ টাকা, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের শেয়ার দর ৪.৮০ টাকা, তাল্লু স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার দর ৫.৪০ টাকায় লেনদেন হচ্ছে।
ফেসভ্যালুর নিচে অবস্থান করা অন্যান্য মধ্যে বেক্সিমকো সিনথেটিকসের শেয়ার দর ৬.২০ টাকা, গোল্ডেন সনের শেয়ার দর ৭.৯০ টাকা, অলটেক্সের শেয়ার দর ৮.১০ টাকা, ফার্স্ট ফাইন্যান্সের শেয়ার দর ৬.৩০ টাকা, আরএন স্পিনিংয়ের শেয়ার দর ৮.৮০ টাকা, স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ার দর ৯.৮০ টাকা, ন্যাশনাল ব্যাংকের শেয়ার দর ৮.৮০ টাকা, ডেল্টা স্পিনার্সের শেয়ার দর ৬.২০ টাকা, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকের শেয়ার দর ৯.৭০ টাকা, ফেডারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৮.৮০ টাকা, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেডের শেয়ার দর ৮.৬০ টাকা, কেয়া কসমেটিকসের শেয়ার দর ৭.৪০ টাকা, জেনারেশন নেক্সটের শেয়ার দর ৬.৫০ টাকা, জিবিবি পাওয়ারের শেয়ার দর ৮.৮০ টাকা, মেট্রো স্পিনিংয়ের শেয়ার দর ৮.৮০ টাকা, ম্যাকসন স্পিনিংয়ের শেয়ার দর ৮.২০ টাকা, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেষ্টমেন্টের শেয়ার দর ৯.৬০ টাকা এবং এ্যাপোলো ইষ্পাতের শেয়ার দর দাঁড়িয়েছে ৮ টাকা।