আগামী দুই বছরের জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতির দায়িত্বগ্রহণ করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। চতুর্থ বাংলাদেশি হিসেবে এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থার দায়িত্ব পেলেন তিনি।
আজ শনিবার পাকিস্তানের লাহোরে আনুষ্ঠানিকভাবে এসিসির বর্তমান প্রধান এহসান মানির কাছ থেকে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব বুঝে নেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পাপন।
এসিসির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) যোগ দেন আইসিসির প্রধান নির্বাহী (সিইও) ডেভ রিচার্ডসন এবং আইসিসির গেম ডেভেলপমেন্টের কর্মকর্তা ও বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
এসিসির এবারের সভাপতি নিয়োগ দেয়া হচ্ছে বাংলাদেশ থেকে। আর বিসিবি সভাপতি পাপনই তাদের নির্বাচিত সভাপতি। সেটি চলতি বছরের এপ্রিলেই চূড়ান্ত হয়েছিল।
১৯৮৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সহযোগী সংস্থা হিসেবে এসিসি গঠিত হয়। এর আগে আর ২৫ জন এসিসির প্রধান হিসেবে দায়িত্বপালন করেছেন।
প্রথম বাংলাদেশি হিসেবে ১৯৮৯ সালে এসিসির সভাপতি হয়েছিলেন তৎকালীন বিসিবি সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ।
২০০২ সালে এসিসি সভাপতির দায়িত্ব পান আলী আসগর লবি। এর পর ২০১০ সালে আ হ ম মোস্তফা কামাল এসিসির দায়িত্ব গ্রহণ করেছিলেন।