দুই একদিনেরে মধ্যে চুড়ান্ত হতে পারে আওয়ামী লীগেরর একাদশ জাতীয় সংসদের নির্বাচনের প্রার্থীদের নাম। একই সঙ্গে ঘোষণাও হতে পারে। ঢাকাস্থ চাঁদপুর সদর উপজেলা সমিতির কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এসব কথা বলেন তিনি।
সংগঠনের সভাপতি মুকুল আনোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধর্মমন্ত্রণালয়ের সিনিয়র সচিব আনিসুর রহমান, সংসদের সিনিয়র সচিব আব্দুর রব হাওলাদার, ভূমি মন্ত্রণালয়ের সচিব মাকসুদুর রহমান পাটোয়ায়ীসহ আরও অনেকেই।
অনুষ্ঠানের দীপু মনি মলেন, আগামী দুই একদিনের মধ্যে আওয়ামী লীগের প্রার্থীদের নামের তালিকা চুড়ান্ত হবে। আমরা চাই একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন। আর এই নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। এখানে সরকারের কোনো হাত নেই।
উন্নয়নের মহাসড়কে এখন বাংলাদেল উল্লেখ করে বক্তারা বলেন, আগামী নির্বাচনে এই দেশের জন্য অনেক বড় বিষয়। এর ওপর নির্ভর করবে আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই। যদি একটি ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ পেতে চাই, তাহলে আওয়ামী লীগের বিকল্প নেই।