রবিবার উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এরমধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে রংপুর ডেইরির।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার রংপুর ডেইরির শেয়ার দর ছিল ১৪.২০ টাকায়। রবিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ১৫.৬০ টাকায়। অর্থাৎ শেয়ার দর ১.৪০ টাকা বা ৯.৮৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইর গেইনার তালিকার শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলো মধ্যে- সালভো কেমিক্যালসের ৮.৯৭ শতাংশ, সোনালী আঁশের ৮.৭৫ শতাংশ, কোহিনুর কেমিক্যালের ৮.১০ শতাংশ, সিলভা ফার্মার ৭.৫৮ শতাংশ, এমবি ফার্মার ৭.৪৯ শতাংশ, ন্যাশনাল টির ৭.৪৭ শতাংশ, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রোর ৭.০১ শতাংশ, এমএইচ সমরিতা হাসপাতালের ৬.৯০ শতাংশ এবং ফু-ওয়াং ফুডসের শেয়ার দর ৬.৮৮ শতাংশ বেড়েছে।