ফখরুলের পর এবার কারাগারে গয়েশ্বর
প্রকাশ: ২০১৫-১১-০৪ ১৬:৪৫:০২
রাজধানীর রামপুরা থানায় করা নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছে আদালত।
আজ বৃহ্স্পতিবার আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল হাসান মোল্লা এ আদেশ দেন।
ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল বলেন, নাশকতার এই মামলায় গত মঙ্গলবার আদালত অভিযোগপত্র আমলে নেন। গয়েশ্বর আসামি হলেও ওই দিন তিনি আদালতে উপস্থিত হননি। তাই আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তিনি আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৯ ডিসেম্বর মালিবাগ চৌধুরীপাড়ায় বিএনপি-জামায়াতের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি পালনের সময় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় মানসুর প্রধানিয়া নামে একজন মারা যান।
গতকাল মঙ্গলবার পল্টন থানার পৃথক তিন মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তা নাকচ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠিয়ে দেন আদালত।