ব্যাংকারদের কারণেই খেলাপি ঋণ বাড়ছে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আর এটি হচ্ছে খেলাপি ঋণের অনবরত পুনঃতফসিল (রিশিডিউলিং) হওয়ার মাধ্যমে।
আজ রোববার বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) মিলনায়তনে পাঁচ দিনব্যাপী রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক পরিচালকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ঋণ খেলাপি বেড়ে যাচ্ছে। আর এ ঋণ খেলাপির পেছনে ব্যাংকারদের হাত রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
খেলাপি ঋণের বারবার পুনঃতফসিল হয়ে থাকে। কতবার ঋণ খেলাপিরা এ সুযোগ পেয়ে থাকেন তা আমার জানা নেই। আর এ সুযোগ দিয়ে থাকেন ব্যাংকাররা। এভাবেই ব্যাংকাররা চেষ্টা করেন যাতে উদ্যোক্তারা ঋণ খেলাপি হতে পারেন। ব্যাংকাররাই এ অবস্থা তৈরি করেছেন। যাতে দ্রুত সে ঋণ খেলাপি হয়ে যায়।
মুহিত বলেন, খেলাপি ঋণের ক্ষেত্রে সবচেয়ে বেশি অভিযোগ আছে সরকারি ব্যাংকগুলো নিয়ে। সেগুলোতেই খেলাপি ঋণের পরিমাণ বেশি। এটা রোধে দেশের ব্যাংকগুলোকে একীভূত করতে হবে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির প্রমুখ উপস্থিত ছিলেন।