১৮ কোম্পানির লেনদেন বন্ধ মঙ্গলবার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১১-১৯ ১৪:০২:১৭

সোমবার লেনদেন বন্ধ রাখবে পুঁজিবাজারে তালিকাভু্ক্ত ১৮ কোম্পানি। এগুলো হলো- সোনারগাঁও টেক্সটাইল, গোল্ডেন সন, জিবিবি পাওয়ার, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, নাহি অ্যালুমিনিয়াম, নাভানা সিএনজি, আমান কটন, জেএমআই সিরিঞ্জ, আনলিমা ইয়ার্ন, আরএন স্পিনিং, ওয়াটা কেমিক্যাল, সায়হাম কটন, লিবরা ইনফিউশন, আফতাব অটোমোবাইল, ফার কেমিক্যাল, জেমিনি সী ফুড, জাহিনটেক্স এবং বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আগামীকাল ২০ নভেম্বর, মঙ্গলবার এসব কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এ কারণে লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো।
এদিকে, আগামী বৃহস্পতিবার (২২ নভেম্বর), এসব কোম্পানির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












