সোমবার উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে আইটি কনসালটেন্টসের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত রবিবার কোম্পানিটির শেয়ার দর ছিল ৪১.১০ টাকায়। সোমবার লেনদেন শেষে এর শেয়ার দর দাঁড়িয়েছে ৪৫.২০ টাকায়। অর্থাৎ আইটি কনসালটেন্টসের শেয়ার দর ৪.১০ টাকা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইর গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো মধ্যে এপেক্স ফুডসের ৯.৯৬ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মার ৯.৮৫ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৯.৬৯ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৯.৩৯ শতাংশ, সোনালী আঁশের ৮.৭৫ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৮.৭৩ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৮.৫১ শতাংশ, আরামিট লিমিটেডের ৮.৪৫ শতাংশ এবং জেমিনি সী ফুডের শেয়ার দর ৭.৯৭ শতাংশ বেড়েছে।