৪ কোম্পানির শেয়ার দর তদন্তে কমিটি করেছে বিএসইসি

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০৫-১৮ ১৪:৫২:০৩


শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশিন (বিএসইসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি চারটি হলো : ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক, স্টাইলক্রাফট, ফাইন ফুডস এবং নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং।

জানা গেছে, সাম্প্রতিক সময়ে এ কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ খতিয়ে দেখতে গত ২০ নভেম্বর তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি।

উল্লেখ, গত ২৮ অক্টোবর ইনফর্মেশন সার্ভিসেসের শেয়ার দর ছিল ২৬.১০ টাকায়, যা ২০ নভেম্বর পর্যন্ত ১৭ দিন ৮.৬০ টাকা বা ৩৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩৪.৭০ টাকায়; গত ৫ নভেম্বর স্টাইলক্রাফটের শেয়ার দর ছিল ৬৯৭ টাকায়, যা ২০ নভেম্বর পর্যন্ত ১১ দিন ৫৯০.৪০ টাকা বা ৮৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ১২৮৭.৪০ টাকায়; গত ২৮ অক্টোবর ফাইন ফুডসের শেয়ার দর ছিল ৩২.৮০ টাকায়, যা ২০ নভেম্বর পর্যন্ত ১৭ দিন ৬.৪০ টাকা বা ২০ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩৯.২০ টাকায় এবং নর্দার্ণ জুটের শেয়ার দর ২৩ অক্টোবর ছিল ৫৯২.৯০ টাকায়, যা ২০ নভেম্বর পর্যন্ত ২০ দিনে ২৭০.৩০ টাকা বা ৪৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ৮৬৩.২০ টাকায়।