বৃহস্পতিবার (২২ নভেম্বর) উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে কমেছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইতে ৫৫২ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৬৫ কোটি টাকা ২৩ শতাংশ কম। আগের দিন লেনদেন হয়েছিল ৭১৭ কোটি টাকার।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৩০৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ০.১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২২৭ ও ১৮৬৮ পয়েন্টে।
এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানির মধ্যে ১১৭টি বা ৩৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৫৭টি বা ৪৭.৩৮ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি বা ১৬.৬২ শতাংশ কোম্পানির।
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের। এদিন কোম্পানির ৩২ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মার ২৪ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২২ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ওয়াটা কেমিক্যাল।
লেনদেনে এরপর রয়েছে- ইনটেক, সায়হাম কটন, ব্র্যাক ব্যাংক, কাট্টালি টেক্সটাইল, শেফার্ড, প্যারামাউন্ট টেক্সটাইল এবং সিলভা ফার্মা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩০০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২১৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৫টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দর। সিএসইতে আজ মোট ২৪ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।