৮ রানে ৩ উইকেট নেই বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০১৮-১১-২২ ১৫:৪৮:১৯

মুমিনুল হক যে ভিত্তিটা গড়ে দিলেন, তাঁর পরের ব্যাটসম্যানরা সেটাকে ধরে রাখতে পারলেন না। ভালো অবস্থানে থাকার পরও হঠাৎ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশ। ক্যারিবীয় বোলারদের তোপে ৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসেছে তারা।
দিনের শুরুতে ইনুংসের তৃতীয় বলেই আউট হয়ে যান সৌম্য সরকার। তিন নাম্বারে মুমিনুল হককে অনেকটা ওপেনারের দায়িত্বই পালন করতে হয়েছে। একটার পর একটা জুটি গড়েছেন, দুর্দান্ত এক সেঞ্চুরিও তুলে নিয়েছেন বাংলাদেশের এই লিটল ডায়নামো।
প্রথমে ইমরুল কায়েস, পরে মোহাম্মদ মিঠুন, তারপরে সাকিব আল হাসানকে নিয়ে জুটি গড়েন মুমিনুল। কিন্তু তিনি ফিরতেই যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। ২ উইকেটে ২২২ রান থেকে এক ঝটকায় নেই তিন উইকেট।
মুমিনুল হক ১২০ রান করে শেনন গ্যাব্রিয়েলের শিকার হয়ে সাজঘরে ফেরেন। তারপর ক্যারিবীয় পেসারের শিকার মুশফিকুর রহীম আর মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিক ৪ রানে এলবিডব্লিউ হন, মাহমুদউল্লাহ করেন ৩ রান।
চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে কুয়াশা ভেজা পিচে শুরুটা যেমন দরকার ছিল, তেমন হয়নি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬৬ ওভার শেষে ৭ উইকেটে ২৪৩ রান। মেহেদী হাসান মিরাজ ৯ ও নাইম ইসলাম ০ রানে ব্যাটিং করছেন।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












