লুজারের শীর্ষে ওয়াটা কেমিক্যাল
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১১-২২ ১৬:৩৬:০০
বৃহস্পতিবার উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। উত্থানেও এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ওয়াটা কেমিক্যালসের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত মঙ্গলবার কোম্পানিটির শেয়ার দর ছিল ৫৬০.৯০ টাকায়। বৃহস্পতিবার লেনদেন শেষে এর শেয়ার দর দাঁড়িয়েছে ৪৬৫.৮০ টাকায়। অর্থাৎ ওয়াটা কেমিক্যালসের শেয়ার দর ৯৫.১০ টাকা বা ১৬.৯৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইর লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো মধ্যে আরএন স্পিনিংয়ের ১৪.২৯ শতাংশ, লিবরা ইনফিউশনের ১২.৩২ শতাংশ, জেমিনি সী ফুডের ১২.২০ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ১০.৯২ শতাংশ, ফার কেমিক্যালের ১০.৬৭ শতাংশ, জুট স্পিনিংয়ের ৭.৬৯ শতাংশ, নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিংয়ের ৭.৫০ শতাংশ, শ্যামপুর সুগারের ৭.৪৫ শতাংশ এবং দুলামিয়া কটনের শেয়ার দর ৬.৭৩ শতাংশ কমেছে।