অপেক্ষা করেন, সামনে বাজার ভালো হবে

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৮-১১-২২ ২০:৪৪:৩২


শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান বলেছেন, কষ্টের দিন শেষ। সামনে পুঁজিবাজারের বিনিয়োগকারীদেও জন্য ভালো সময় আসছে। একটু অপেক্ষা করেন, বাজার থেকে অনেক ভালো রিটার্ন পাবেন।
প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের বার্ধিত শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম।
আনোয়ার হোসেন খান বলেন, আমাদের তিন প্রজম্মের ব্যবসা। আমরা অনেক পরিশ্রম করে এখানে এসেছি। খুব কষ্ট করে জীবনটাকে সাজিয়েছি। সবার ভালোবাসা নিয়ে আরও সামনের দিকে এগিয়ে যেতে চাই।
তিনি বলেন, আগামী দিনেও সততার জায়গা ঠিক রেখে কাজ করে যেতে চাই। পুঁজিবাজার ভালো করার জন্য প্রধানমন্ত্রী বিদেশীদের নিয়ে এসেছেন। বিদেশীরা আমাদের পার্টনার হয়েছে।অপেক্ষা করেন এর ফল পাবেন। বর্তমানে বাজার স্থিতিশীল, সামনে আরও ভালো হবে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম বলেন, আমরা শুরু থেকেই অনেক স্বচ্ছতার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছি। সামনের দিকে এই প্রচেষ্টা অব্যহত থাকবে। তিনি আরও বলেন, আপনারা আমাদের সাথে ছিলেন, আগামীদিনেও থাকবেন এই প্রত্যাশা করি। আপনাদের লেনদেনের মাধ্যমে আমরা যে কমিশন পাই, তা দিয়ে আমরা যে ভালো কাজগুলো করি তার একটি সোয়াভ আপনারা পাবেন।