তিন কোম্পানির এজিএম চলতি সপ্তাহে
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৮-১১-২৪ ১২:০০:০৮

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) চলতি সপ্তাহের বৃহস্পতিবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৩টি হল: ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ অটোকার্স এবং কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
কোম্পানি ৩টির মধ্যে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের এজিএম সকাল সাড়ে ১০টায় (ফারইস্ট টাওয়ার, ৩৫ তোপখানা রোড, ঢাকা-১০০০), বাংলাদেশ অটোকার্সের সকাল ১১টায় (১১০ তেজগাঁও আই/এ, ঢাকা) এবং কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সকাল সাড়ে ১০টায় (হল-২ রাওয়া কমপ্লেক্স, মহাখালি, ঢাকা) অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ, বাংলাদেশ অটোকার্সের ৩ শতাংশ নগদ এবং ১২ শতাংশ বোনাস লভ্যাংশ এবং কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১২ শতাংশ বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে এজিএমে অনুমোদিত হতে পারে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












