ব্যবসা বাড়াতে জমি কিনছে ইফাদ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১১-২৪ ২২:৪০:০৬
পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোমোবাইলস লিমিটেডের পরিচালনা পর্ষদ ব্যবসা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এরই িঅংশ হিসেবে কোম্পানির পর্ষদ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। আজ শনিবার কোম্পানির ২৫৫তম পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি বগুরা জেলার কাহালু থানায় জমি কিনতে চায়। সেখানে কোম্পানিটির জন্য ৭১ দশমিক ৫০ ডিসিমিল জমি কেনা হবে। এর জন্য সব মিলিয়ে খরচ হতে পারে ৭৮ লাখ ৩৫ হাজার টাকা। আগামীতে ব্যবসা সম্প্রসারণের জন্য এ জমি কেনা হচ্ছে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
উল্লেখ, কোম্পানিটি ২০১৫ সালে তালিকাভুক্ত হয়েছে। এই কোম্পানির মোট শেয়ারের ৬২ দশমিক ৭৭ শতাংশ রয়েছে উদ্যোক্তাদের কাছে। বাকী শেয়ারের মধ্যে ১৮ দশমিক ৭৮ শতাংশ রয়েছে প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে, ৫ দশমিক ০৩ শতাংশ বিদেশীদের কাছে এবং ১৩ দশমিক ৪২ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।