নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতলো অস্ট্রেলিয়া। ফাইনালে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে তারা।
অ্যান্টিগায় টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯.৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১০৫ রান তোলে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ২৯ বল হাতে রেখেই ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অজিরা।
দলের পক্ষে গার্ডনার ৩৩ ও ম্যাক ল্যানিং অপরাজিত থাকেন, ২৮ রানে। এছাড়া হেলি ২২ ও মুনি করেন ১৪ রান।
এর আগে প্রথমে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ১০৫ রান করে ইংল্যান্ডের মেয়েরা। ড্যানিয়েল ওয়াট ৪৩ ও নাইটের ২৫ ছাড়া কেউ করতে পারেননি ৬ রানের বেশি। অস্ট্রেলিয়ার পক্ষে ২২ রানে ৩ উইকেট নেন। ম্যাচসেরা হন গার্ডনার।