সূচক কমলেও বেড়েছে লেনদেন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১১-২৫ ১৫:১৩:৫৩
বৃহস্পতিবার পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। একইসঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে বেড়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২৭৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২২১ ও ১৮৫৫ পয়েন্টে।
আজ ডিএসইতে ৫৬৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৭ কোটি টাকা শতাংশ কম। আগের দিন লেনদেন হয়েছিল ৫৫২ কোটি টাকার।
এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানির মধ্যে ১১০টি বা ৩৩.৮৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৮৪টি বা ৫৬.৬১ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি বা ৯.৫৪ শতাংশ কোম্পানির।
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খুলনা পাওয়ারের। এদিন কোম্পানির ২৬ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ইন্ট্রাকোর ২১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২০ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে এসকে ট্রিমস।
লেনদেনে এরপর রয়েছে- সায়হাম কটন, ইউনাইটেড পাওয়ার, ওয়াটা কেমিক্যাল, প্যারামাউন্ট টেক্সটাইল, কাট্টালি টেক্সটাইল, শেফার্ড এবং আইটি কনসালটেন্টস।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ২০১ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২২৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬১টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দর। সিএসইতে আজ মোট ২৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।