শরীয়তপুরে এখন বইছে নির্বাচনের হাওয়া। মনোনয়ন ফরম ক্রয়ের পর থেকেই অপেক্ষা ছিল শরীয়তপুরের তিনটি আসনে কে দলের টিকিট পাচ্ছেন তা জানার। চূড়ান্ত প্রার্থী নিয়ে ছিলো নানা জল্পনা-কল্পনা। অবশেষে ক্ষমতাসীন আওয়ামী লীগই প্রথম মনোনয়ন প্রাপ্তদের চিঠি দেয়া শুরু করল।
আগামী একাদশ জাতীয় নির্বাচন হবে সব দলের অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্ধিতাপূর্ণ। নির্বাচনে জনগণের কাছে গ্রহণযোগ্য এবং ভোটে পাস করে আসা সেরা প্রার্থীদের হাতে আজ দলটির দলীয় কার্যালয়ে নৌকার টিকেট তুলে দিচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ। তারই ধারাবাহিকতায় শরীয়তপুর-১ আসনে নৌকার টিকিট পেলেন মো: ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-২ আসনে একেএম এনামুল হক শামীম ও শরীয়তপুর-৩ আসনে নাহিম রাজ্জাক এমপি।