সপ্তাহের প্রথম দিন রবিবার পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে কোহিনূর কেমিক্যালের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত বুধবার কোহিনূর কেমিক্যালের শেয়ার দর ছিল ৪৬৮.৫০ টাকায়। রেকর্ড ডেট সংক্রান্ত কারণে গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ ছিল। রেকর্ড ডেট সংক্রান্ত সমন্বয়ের কারণে আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৩৭৮.৮০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৮৯.৭০ টাকা বা ১৯.১৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
আজ লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে কনফিডেন্স সিমেন্টের ১৭.৫৮ শতাংশ, এমএল ডাইংয়ের ১৭.১৪ শতাংশ, ফরচুন সুজের ১৫.৩০ শতাংশ, খুলনা পাওয়ারের ১২.৪৮ শতাংশ, এসকে ট্রিমসের ৮.৬৯ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৭.৬৯ শতাংশ, মিথুন নিটিংয়ের ৬.৯৩ শতাংশ, সিলভা ফার্মার ৬.৮১ শতাংশ এবং স্টাইলক্রাফটের শেয়ার দর ৬.২৪ শতাংশ কমেছে।