তারাভরা আকাশের মতো মেয়েদের টি ২০ বিশ্বকাপও ছিল তারকাখচিত। এ নিয়ে চারবার অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হল ছয় আসরের মধ্যে। ফাইনালে তারা আট উইকেটে হারিয়েছে ইংল্যান্ডকে। স্বাভাবিকভাবেই মেয়েদের টি ২০ বিশ্বকাপ একাদশও তারায় ভরা। তাতে দ্বাদশ ব্যক্তি হিসেবে সুযোগ পেয়েছেন বাংলাদেশের পেসার জাহানারা আলম।
রোববার ওয়েস্ট ইন্ডিজে শেষ হওয়া এ টুর্নামেন্টে গ্রুপপর্ব থেকেই বাদ পড়ে জয়শূন্য বাংলাদেশ। বোলাররা ভালো করলেও ব্যাটারদের ব্যর্থতায় ভরাডুবি হয় বাংলাদেশ নারী ক্রিকেট দলের। জাহানারাকে টুর্নামেন্টসেরা একাদশে জায়গা করে দিতে বিবেচনায় রাখা হয় তার জোড়া বোলিং নৈপুণ্য।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৩ রানে তিন উইকেট আর শ্রীলংকার বিপক্ষে সেরা পারফরম্যান্সে ২১ রানে তিন উইকেট। ২৫ বছর বয়সী এই মিডিয়াম পেসারকে বেশ সুখ্যাতির সঙ্গে তুলে ধরা হয়েছে আইসিসির ওয়েবসাইটে। ৫.০৮ ইকোনমি আর ১২.০ স্ট্রাইক রেটে তার গড় ১০.১৬। মোট শিকার ছয় উইকেট।
পাঁচজন বিশেষজ্ঞের একটি প্যানেল বাছাই করে মেয়েদের ২০১৮ টি ২০ স্বপ্নের একাদশ। ব্যাটিং অর্ডারে সবার উপরে রয়েছেন টুর্নামেন্টসেরা অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি। স্বপ্নের একাদশে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার দু’জন, রানার্সআপ ইংল্যান্ড এবং ভারতের তিনজন করে খেলোয়াড় রয়েছেন। একজন করে আছেন ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও নিউজিল্যান্ডের।
বিশেষজ্ঞ প্যানেলের পাঁচ সদস্য হলেন- তিন সাবেক ক্রিকেটার আনজুম চোপড়া, এবোনি রেইনফোর্ড ও ইয়ান বিশপ এবং সাংবাদিক মেলিন্ডা ফ্যারেল ও আইসিসির জেনারেল ম্যানেজার (ক্রিকেট অপারেশন্স) জিওফ অ্যালারডাইস।