মরণোত্তর চক্ষুদান করলেন অভিনেত্রী বাঁধন
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১১-২৬ ১৪:২৫:৫৪
মরণোত্তর চক্ষু দান করলেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। গতকাল রোববার (২৫ নভেম্বর) সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। রাজধানীর কাঁটাবনে অবস্থিত প্রতিষ্ঠানটির দফতরে আয়োজিত সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি।
সেখানেই মরণোত্তর চক্ষুদান করার ঘোষণা দিয়েছেন এই লাক্স তারকা। এছাড়া আরো চক্ষুদান করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম এবং লায়লা হাসান।
আজমেরী হক বাঁধন বলেন, ‘আমি যতটুকুই পারি মানুষের পাশে থাকার চেষ্টা করি। এই চক্ষুদান তারই অংশ। যখন আমি থাকবো না তখন আমার এই দুই চোখ দিয়ে যদি অন্য একটি মানুষ পৃথিবী দেখতে পারে তবে সেটাই হবে আমার বড় পাওয়া।’
অভিনয়ের পাশাপাশি বাঁধন একজন ডেন্টিস্টও। বাংলাদেশ ডেন্টাল সোসাইটির নির্বাচিত সদস্য তিনি। তার মেডিক্যালের এক শিক্ষকের হাত ধরেই এই কার্যক্রমে যুক্ত হয়েছেন তিনি। বাঁধন বলেন, ‘আমার ডেন্টাল কলেজের স্যারকে ধন্যবাদ। তিনিই আমাকে এমন একটি কাজে যুক্ত হবার সুযোগ করে দিয়েছেন।’
বর্তমানে অভিনয় থেকে খানিকটা দূরে অভিনেত্রী বাঁধন। একমাত্র কন্যাকে নিয়ে দিন কাটছে তার।