উভয় বাজারে লেনদেন বেড়েছে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১১-২৬ ১৫:১৫:৫৩
সোমবার সামান্য উত্থানে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন পতনে শেষ হয়েছে। এদিন উভয় শেয়ারবাজারে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২৭৯ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২২৪ ও ১৮৫৭ পয়েন্টে।
আজ ডিএসইতে ৬১৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৪৬ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৫৬৯ কোটি টাকার।
এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩৩২টি কোম্পানির মধ্যে ১২৮টি বা ৩৮.৫৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৪০টি বা ৪২.১৭ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টি বা ১৯.২৮ শতাংশ কোম্পানির।
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সায়হাম টেক্সটাইলের। এদিন কোম্পানির ৪২ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা শেফার্ডের ২৫ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৯ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার।
লেনদেনে এরপর রয়েছে- ব্র্যাক ব্যাংক, ইনটেক, খুলনা পাওয়ার, স্কয়ার ফার্মা, ফার্মা এইডস, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ও বার্জার পেইন্টস।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ১৭৭ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৪১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৭টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দর। সিএসইতে আজ মোট ৩০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।