শেয়ারবাজারে ঔষধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ৬২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের ৩ মাসে (জুলাই- সেপ্টেম্বর ১৮) এই মুনাফা বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ঔষধ ও রসায়ন খাতে ৩১টি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৬টি চলতি অর্থবছরের (জুলাই-সেপ্টেম্বর’১৮) ৩ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬টির বা ৬২ শতাংশের ইপিএস বেড়েছে, ইপিএস কমেছে ৮টির বা ৩১ শতাংশের এবং ২টি বা ৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ারপ্রতি লোকসান হয়েছে।
ইপিএস সর্বোচ্চ বেড়েছে এসিআই ফর্মূলেশনের। কোম্পানিটির ইপিএস ২৬৪ শতাংশ বেড়েছে, দ্বিতীয় সর্বোচ্চ ২০২ শতাংশ ইপিএস বেড়েছে ওয়াটা কেমিক্যালের এবং তৃতীয় সর্বোচ্চ ১৫৪ শতাংশ ইপিএস বেড়েছে অ্যাডভেন্ট ফার্মার।
ইপিএস আগের বছরের একই সময় থেকে কমেছে ৩১ শতাংশ প্রতিষ্ঠানের। ইপিএস সর্বোচ্চ কমেছে এসিআইয়ের। কোম্পানিটির ইপিএস ৪৭ শতাংশ কমেছে এবং ইপিএস সবচেয়ে কম ৪ শতাংশ কমেছে গ্লোবাল হেভি কেমিক্যালের।
এ সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২টির বা ৭ শতাংশ প্রতিষ্ঠানের। শেয়ারপ্রতি লোকসান সর্বোচ্চ ১৪২ শতাংশ হয়েছে বেক্সিমকো সিনথেটিকসের এবং শেয়ারপ্রতি লোকসান সবচেয়ে কম ৫৩ শতাংশ হয়েছে ইমাম বাটনের।
কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন ছকের মাধ্যমে তুলে ধরা হলো :
কোম্পানির নাম
৩০ সেপ্টেম্বর ২০১৮ সালের ইপিএস
৩০ সেপ্টেম্বর ২০১৭ সালের ইপিএস
ব্যবধান
ইপিএস বেড়েছে
এসিআই ফর্মূলেশন
০.৪০ টাকা
০.১১ টাকা
২৬৪%
ওয়াটা কেমিক্যাল
৩.৫৩ টাকা
১.১৭ টাকা
২০২%
অ্যাডভেন্ট ফার্মা
০.৬১ টাকা
০.২৪ টাকা
১৫৪%
সেন্ট্রাল ফার্মা
০.৩১ টাকা
০.১৩ টাকা
১৩৮%
সিলভা ফার্মা
০.৪৮ টাকা
০.২১ টাকা
১২৯%
ওরিয়ন ইনফিউশন
০.৬১ টাকা
০.৩৭ টাকা
৬৫%
বিকন ফার্মা
০.১৬ টাকা
০.১০ টাকা
৬০%
জেএমআই সিরিঞ্জ
১ টাকা
০.৭৮ টাকা
২৮%
ইবনে সিনা
২.৬৮ টাকা
২.১৭ টাকা
২৪%
ফার্মা এইডস
৪.৬৩ টাকা
৩.৮০ টাকা
২২%
রেনেটা
১২.০২ টাকা
১০.১০ টাকা
১৯%
বেক্সিমকো ফার্মা
১.৮৬ টাকা
১.৫৯ টাকা
১৭%
এমবি ফার্মা
০.৮৪ টাকা
০.৭৫ টাকা
১২%
কোহিনূর কেমিক্যাল
২.৮৩ টাকা
২.৬৪ টাকা
৭%
স্কয়ার ফার্মা
৪.৩০ টাকা
৪.০৮ টাকা
৫%
এএফসি এগ্রো
০.৮৪ টাকা
০.৮১ টাকা
৪%
ইপিএস কমেছে
এসিআই
১.২৬ টাকা
২.৩৬ টাকা
৪৭%
সালভো কেমিক্যাল
০.১২ টাকা
০.২২ টাকা
৪৫%
ইন্দো-বাংলা ফার্মা
০.৩১ টাকা
০.৩৬ টাকা
১৪%
একটিভ ফাইন
০.৭৫ টাকা
০.৮৫ টাকা
১২%
ওরিয়ন ফার্মা
০.৯৮ টাকা
১.১০ টাকা
১১%
একমি ল্যাবরেটরিজ
১.৮৪ টাকা
১.৯৯ টাকা
৮%
ফার কেমিক্যাল
০.৩৯ টাকা
০.৪২ টাকা
৭%
গ্লোবাল হেভি কেমিক্যাল
০.২৫ টাকা
০.২৬ টাকা
৪%
লোকসান
বেক্সিকো সিনথেটিকস
(০.৮৭) টাকা
(০.৩৬) টাকা
১৪২%
ইমাম বাটন
(০.০৭) টাকা
(০.১৫) টাকা
৫৩%