বিচারিক আদালতে দুই বছরের বেশি দণ্ড হলে আপিল বিচারাধীন থাকা অবস্থায় কোন ব্যক্তি নির্বাচনের অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন হাইকোর্ট। তবে আপিল বিভাগে দণ্ড স্থগিত ও জামিন হলেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।
মঙ্গলবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এ আদেশ দেন হাইকোর্ট। সেই প্রেক্ষিতে বেগম খালেদা জিয়া আসন্ন জায়তীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।
এ ব্যাপারে দুদকের আইনজীবি খুরশীদ আলম জানান, আদালতের আদেশের কারণে বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে জাতীয় সংসদ নির্বাচন যোগ দিতে পারবেন কিনা এবং ক্ষমতায় যেতে পারিবেন কিনা, আদালত এসব বাতিল করেছে।
এছাড়া বলেছে দুর্নীতি এমন একটা ব্যাপার এটা আমাদের সকলের সজাগ থাকা উচিত। কাজেই এ ধরনের একটা অভিযোগ নিয়ে নির্বাচন করা সেটা সংবিধানের মূল স্পিচ আর্টিকেল ১৬৬২-ডি এর পরিপন্থী।