দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কাঁধের ইনজুরিতে দলে নেই ওপেনার ইমরুল কায়েস। ইনজুরির কারণে নেই আরেক ওপেনার তামিম ইকবাল। দলে আছেন তরুণ ওপেনার সাদমান ইসলাম।
আগামী ৩০ নভেম্বর মিরপুর শের-ই-বাংলায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট। দেশের বাইরে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। এবার দেশের মাটিতে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে ক্যারিবীয়ানদের ৬৪ রানে হারিয়েছিল টাইগাররা।
প্রস্তুতি ম্যাচে ভালো করে চট্টগ্রাম টেস্টে ডাক পেয়েছিলেন সাদমান ইসলাম। ওপেনার তামিম-ইমরুল ঢাকা টেস্টে না থাকায় সাদমানের অভিষেক তাই অনেকটাই নিশ্চিত বলা যায়।
বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আরিফুল হক, সৈয়দ খালেদ আহমেদ এবং সাদমান ইসলাম।