বুধবার (২৭ নভেম্বর) উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। উত্থানেও এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে এটলাস বাংলাদেশের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত রবিবার কোম্পানিটির শেয়ার দর ছিল ১৩০.৬০ টাকায়। লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে সোমবার কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ ছিল। আর রেকর্ড ডেট সংক্রান্ত সমন্বয়ের কারণে মঙ্গলবার লেনদেন শেষে এর শেয়ার দর দাঁড়িয়েছে ১১৫.৯০ টাকায়। অর্থাৎ এটলাস বাংলাদেশের শেয়ার দর ১৪.৭০ টাকা বা ১১.২৬ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইর লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো মধ্যে ওয়াইম্যাক্সের ৭.৭৩ শতাংশ, জুট স্পিনিংয়ের ৭.৩৬ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ৫.৮১ শতাংশ, ইবিএল প্রথম মিউচ্যুয়াল ফান্ডের ৫ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৪.৯২ শতাংশ, ফার্মা এইডসের ৪.৪২ শতাংশ, জিপিএইচ ইস্পাতের ৪.১২ শতাংশ, সমতা লেদারের ৩.৯৩ শতাংশ এবং শাহজালাল ইসলামী ব্যাংকের শেয়ার দর ৩.৯৩ শতাংশ কমেছে।