মঙ্গলবার উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে এমএল ডাইংয়ের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সোমবার কোম্পানিটির শেয়ার দর ছিল ৪১.৪০ টাকায়। মঙ্গলবার লেনদেন শেষে এর শেয়ার দর দাঁড়িয়েছে ৪৫.৫০ টাকায়। অর্থাৎ এমএল ডাইংয়ের শেয়ার দর ৪.১০ টাকা বা ৯.৯০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইর গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো মধ্যে রংপুর ডেইরির ৯.৮৭ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ৮.৬১ শতাংশ, সালভো কেমিক্যালের ৭.৬৯ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৭.৫০ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৭.৪০ শতাংশ, অগ্নি সিস্টেমসের ৭.৩৭ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৬.৪৮ শতাংশ, মুন্নু জুটের ৬.২৫ শতাংশ এবং গ্লাস্কোস্মিথক্লাইনের শেয়ার দর ৬.২৪ শতাংশ বেড়েছে।