লংকাবাংলা ফাইন্যান্সের ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১১-২৭ ১৮:১১:১৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যাণ্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। নন কনভারটেবল সাব-অর্ডিনেটেড বন্ড নামে ৬ বছর মেয়াদী এ বন্ডের অনুমোদন দিয়েছে পুঁজিবাজারের এ নিয়ন্ত্রক সংস্থা।

আজ অনুষ্ঠিত বিএসইসির ৬৬৭তম সভায় কোম্পানিটির এ বন্ড অনুমোদন করা হয়। বিএসইসির নিবার্হী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড ৩০০ কোটি টাকার নন কনভারটেবল সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়বে, যার মেয়াদ হচ্ছে ৬ বছর। বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছে-নন-কনভার্টেবল, ফুললি রিডাম্বেল, আনসিকিউরড, আনলিস্টেড সাবঅর্ডিনেটেড বন্ড। বন্ডটি শুধুমাত্র ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানীসমূহ, আর্থিক প্রতিষ্ঠান এবং উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীরা কিনতে পারবে। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কেনা যাবে।

উল্লেখ্য, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে টাইয়ার টু ক্যাপিটাল বেস এর শর্ত পূরণ করবে। উক্ত বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা। এই বন্ডের ট্রাস্টি এবং ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করছে যথাক্রমে রুটস ইনভেস্টমেন্ট এবং গ্রণ ডেল্টা ক্যাপিটাল লিমিটেড লিমিটেড।