পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের (কেপিসিএল) সকল উদ্যোক্তা, পরিচালক ১০ শতাংশ বা তার বেশি শেয়ার ধারণকারী শেয়ারহোল্ডারদের সকল প্রকার বিক্রয়, হস্তান্তর, স্থানান্তর বা প্লেজ এর বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ অনুষ্ঠিত কমিশনের ৬৬৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, কেপিসিএল ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এর মধ্যে সম্পাদিত “IPP Contract of KPCL 11oMW Barge Mounted Power plant” চুক্তির মেয়াদ গত ১১ অক্টোবর শেষ হয়। এছাড়া এদিন বিপিডিবি তাদের পত্রের মাধ্যমে উক্ত পাওয়ার প্লান্টটি বন্ধ রাখার অনুরোধ জানায়। বিষয়টি মূল্য সংবেদনশীল তথ্য হওয়া সত্বেও খুলনা পাওয়ার বিধি মোতাবেক প্রকাশ করেনি। উক্ত তথ্য গোপন রেখে কেপিসিএল কোম্পানির উদ্যোক্তা, পরিচালকরা শেয়ার বিক্রয়ের ঘোষণা প্রদানের মাধ্যমে শেয়ার বিক্রয় কার্যক্রম চলমান রাখে। তাই কোম্পানির সকল উদ্যোক্তা, পরিচালক ১০ শতাংশ বা তার বেশি শেয়ার ধারণকারী শেয়ারহোল্ডারদের সকল প্রকার বিক্রয়, হস্তান্তর, স্থানান্তর বা প্লেজ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কমিশন।
এছাড়া বিষয়টি তদন্ত করে এ সংক্রান্ত প্রতিবেদন কমিশনে দাখিল করার জন্য কমিশনের কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা। এ সংক্রান্ত বিষয়ে শিগগিরই বিএসইসির পক্ষ থেকে নির্দেশনা জারি করা বলে কমিশন সূত্রে জানা গেছে।