ইন্ডিকেট সিকিউরিটিজের বিষয়ে শক্ত অবস্থানে বিএসইসি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১১-২৭ ১৯:১৭:৩৯
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)র সদস্য ইন্ডিকেট সিকিউরিটিজ অ্যান্ড কনসালটেন্ড লিমিটেডের বিষয়ে শক্ত অবস্থানে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ৩০ জুন,২০১৭ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। আজ অনুষ্ঠিত কমিশনের ৬৬৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএসইসি সূত্র মতে,প্রতিষ্ঠানটি ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়েছে। ফলে প্রতিষ্ঠানটিকে ছয়টি কাজ না করার জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে কমিশন।
সূত্র মতে, ছয়টি কাজের মধ্যে রয়েছে, প্রতিষ্ঠানটির কোনো পরিচালক পারিতোষিক ও লভ্যাংশ প্রদান করতে পারবে না। এছাড়া পরিচালকদের ঋণ বা অগ্রীম প্রদান, প্রশাসনিক ব্যয় ও দৈনন্দিন কার্যনির্বাহ ছাড়া কোম্পানির রিটেইন্ড আর্নিংস ও রিজাভ ফান্ড থেকে অর্থ প্রদান ও উত্তোলন, পরিচালক ও তাদের আত্মীয় স্বজনকে মার্জিন ঋণ প্রদানে নিষেধাজ্ঞা আরোপ করেছে কমিশন। এগুলো ছাড়াও অন্যান্য সকল লেনদেন কোম্পানির আর্টিকেল অব অ্যাসোসিয়েশনের আর্টিকেল অনুযায়ী সম্পাদন করতে পারবে না ইন্ডিকেট সিকিউরিটিজ।
এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড, হাউজটি শেয়ারহোল্ডার হিসাবে কৌশলগত বিনিয়োগকারী হতে হস্তান্তরিত শেয়ারের মূল্য বাবদ প্রাপ্য অর্থ প্রদানের বিষয়টি নিরীক্ষিত হিসাব বিবরণী যথাযথভাবে দাখিল না করা পর্যন্ত সাময়িক ভাবে স্থগিত রাখবে বলে কমিশনে নির্দেশনা প্রদান করা হয়।