চতুর্দশ শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ)। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৮ হাজার ৩১২ জন। আজ মঙ্গলবার (২৭ নভেম্বর) এনটিআরসিএ’র সহকারী পরিচালক মোস্তাক আহমেদ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে পরীক্ষার প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনটিআরসিএ’র ১৪তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণদের মধ্যে স্কুল পর্যায়ে ১৪ হাজার ১৭৮ জন, স্কুল-২ পর্যায়ে ৫৫৪ জন এবং কলেজ পর্যায়ে ৩ হাজার ৫৮০ জন।
পরীক্ষার ফলাফল জানা যাবে দুটো ওয়েবসাইটে। ওয়েবসাইটগুলো হলো http://www.ntrca.gov.bd এবং http://ntrca.teletalk.com.bd
এছাড়াও কৃতকার্য প্রার্থীদের টেলিটক থেকে এসএমএস’র মাধ্যমেও ফল জানিয়ে দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত বছরের ৮ ও ৯ ডিসেম্বর শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের আটটি বিভাগে একযোগে এ পরীক্ষা আয়োজন করা হয়। গত বছরের ৩১ অক্টোবর চতুর্দশ বেসরকারি শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। চতুর্দশ বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল এবং কলেজ পর্যায়ে সর্বমোট ১ লাখ ৬৬ হাজার ৩১৮ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।