রপ্তানি বাণিজ্যে ২০১৬ সালে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৭৮ জন ব্যক্তিকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত করেছে সরকার। সিআইপি (রপ্তানি) নীতিমালা-২০১৩ অনুযায়ী তাদেরকে নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে পণ্য রপ্তানি ক্যাটাগরিতে সিআইপি হয়েছেন ১৩৭ জন। বাকী ৪১ জন সিআইপি হয়েছেন ট্রেড ক্যাটাগরিতে।
সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। কাঁচাপাট, পাটজাত দ্রব্য, চামড়াজাত দ্রব্য, হিমায়িত খাদ্য, চা, ওভেন গার্মেন্টস, কৃষিজাত দ্রব্য, এগ্রোপ্রসেসিং পণ্য, হালকা প্রকৌশল, ফার্মাসিউটিক্যাল পণ্য, হস্তশিল্পজাত দ্রব্য, স্পেশালাইজড টেক্সটাইল/হোম টেক্সটাইল, নিটওয়্যার, নিটওয়্যার গার্মেন্টস, সিরামিক টেবিলওয়্যার/অন্যান্য সিরামিক পণ্য, প্লাস্টিকজাত পণ্য, টেক্সটাইল, কম্পিউটার সফটওয়্যার/কম্পিউটার সেবা/ডাটা প্রসেসিং ও বিবিধ খাতের শিল্প ও বাণিজ্যিক উদ্যোক্তারা সিআইপি তালিকায় রয়েছেন।
কাঁচাপাট ও পাটজাত দ্রব্য: এ খাতে নির্বাচিত সিআইপিরা হলেন— পপুলার জুট এক্সচেঞ্জের হাসান আহমেদ, বাবুল জুট ট্রেডিংয়ের মো. নুরুল ইসলাম বাবুল, রেজা জুট ট্রেডিংয়ের সেলিম রেজা, জনতা জুট মিলস লিমিটেডের নাজমুল হক, করিম জুট স্পিনার্স লিমিটেডের মো. জাহিদ মিয়া, দ্য গোল্ডেন ফাইবার ট্রেড সেন্টার লিমিটেডের মুশতাক হোসেন, সাদাত জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাহমুদুল হক, রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আবুল বাসার খাঁন, রহমান জুট স্পিনার্স (প্রা.) লিমিটেডের মো. ফজলুর রহমান ও ওহাব জুট মিলস লিমিটেডের শেখ ফারুক হোসেন।
চামড়াজাত দ্রব্যে:এ খাতে সিআইপি নির্বাচিত হয়েছেন বে ফুটওয়্যার লিমিটেডের জিয়াউর রহমান, পিকার্ড বাংলাদেশ লিমিটেডের মোহাম্মদ সায়ফুল ইসলাম, এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জয়নাল আবেদীন মজুমদার, আকিজ ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেখ মোমিন উদ্দিন, লেদারেক্স ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও স্কার্পে-ই মোডা লিমিটেডের মোহাম্মদ নাজমুল হাসান।
হিমায়িত খাদ্যে: এ খাতে ব্রাইট সি ফুড লিমিটেডের মো. মেহেদী হাসান, কুলিয়ারচর সি ফুডস লিমিটেডের মো. মুছা মিয়া, ন্যাশনাল সি ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সৈয়দ আবু আফসার, সাউদার্ন ফুডস লিমিটেডের এসএম আবুল হোসেন, নিরালা সি ফুডস লিমিটেডের গাজী দেলোয়ার, সালাম সি ফুড লিমিটেডের মাসুদ পারভেজ, প্যাসিফিক সি ফুডস লিমিটেডের দোদুল কুমার দত্ত, ফ্রেশ ফুডস লিমিটেড ও সি ফ্রেশ লিমিটেডের মো. তৌহিদুর রহমান, মীনহার সি ফুডস ও মীনহার ফিশারিজ লিমিটেডের হাবিব উল্ল্যাহ খান এবং চা পণ্যে টি অ্যান্ড ল্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের আহমেদ কামরুল ইসলাম চৌধুরী সিআইপি নির্বাচিত হয়েছেন।
ওভেন গার্মেন্টস: এ খাতে নির্বাচিত সিআইপিরা হলেন— মেসার্স ইন্টারফ্যাব শার্ট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের আহসান কবির খান, শারমিন অ্যাপারেলস লিমিটেডের সৈয়দা শারমিন হোসেন, স্মার্ট জিন্স লিমিটেডের মুজিবুর রহমান, তুসুকা ট্রাউজার্স লিমিটেডের আরশাদ জামাল, তারাশিমা অ্যাপারেলস লিমিটেডের মিরান আলী, আলিফ গার্মেন্টস লিমিটেডের মো. আজিজুল ইসলাম, ক্রাইন ওয়্যারস (প্রা.) লিমিটেডের মুস্তাজিরুল শোভন ইসলাম, মেসার্স রাসেল গার্মেন্টসের আক্কাচ উদ্দিন মোল্লা, এমবিএম গার্মেন্টস লিমিটেডের ওয়াসিম রহমান, ইউটা ফ্যাশনস লিমিটেডের আবদুর রাজ্জাক সাত্তার, সিন সিন অ্যাপারেলস লিমিটেডের মোহাম্মদ সোহেল সাদাত, এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেডের হুমায়ুন রশীদ, অনন্ত অ্যাপারেলস লিমিটেডের শরীফ জহীর, হা-মীম গ্রুপের মো. মোতালেব হোসেন, ডার্ড গার্মেন্টস লিমিটেড ও দীপ্ত গার্মেন্টস লিমিটেডের ইতেমাদ উদ দৌলাহ্, ওয়েল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সৈয়দ নুরুল ইসলাম, অনন্ত গ্রুপের ইনামুল হক খান, মেসার্স রাজধানী এন্টারপ্রাইজ লিমিটেডের গোবিন্দ চন্দ্র সাহা, রাফি ফ্রেইট সিস্টেমের ফারুক আহমেদ ও মেসার্স স্বাধীন এন্টারপ্রাইজের এএসএম রওশন হাবিব।
কৃষিজাত: এ খাতে মেসার্স ক্যাপিটাল এন্টারপ্রাইজের গকুল চন্দ্র সাহা, মেসার্স গ্রিন ট্রেড হাউজের মোহাম্মদ শাহাব উদ্দিন ও মনসুর জেনারেল ট্রেডিং কোম্পানি লিমিটেডের মোহাম্মদ মনসুর; এগ্রোপ্রসেসিং পণ্যে এলিন ফুড প্রডাক্টস লিমিটেডের ওমর ফারুক, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের অঞ্জন চৌধুরী, প্রাণ ডেইরি লিমিটেড ও প্রাণ এগ্রো লিমিটেডের মো. ইলিয়াস মৃধা; হালকা প্রকৌশল পণ্যে মেসার্স ইউনিগ্লোরি সাইকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মোহাম্মদ মিজানুর রহমান ভুঁইয়া।
এছাড়া ফার্মাসিউটিক্যাল পণ্যে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের স্যামুয়েল এস চৌধুরী, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আব্দুল মুক্তাদির ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নাজমুল হাসান; সিরামিক টেবিলওয়্যার/অন্যান্য সিরামিক পণ্যে প্রতীক সিরামিকস লিমিটেডের এসএম ফারুকী হাসান; কম্পিউটার সফটওয়্যার/কম্পিউটার সেবা/ডাটা প্রসেসিংয়ে সার্ভিস ইঞ্জিন লিমিটেডের এএসএম মহিউদ্দিন মোনেম সিআইপি নির্বাচিত হয়েছেন।
হস্তশিল্পজাত দ্রব্যে সিআইপি হয়েছেন— কারুপণ্য রংপুর লিমিটেডের সফিকুল আলম সেলিম, ক্লাসিক্যাল হ্যান্ডমেড প্রডাক্টস বিডির মো. তৌহিদ বিন আবদুস সালাম, বিডি ক্রিয়েশনের মো. বেলাল হোসেন ও কনেক্সপোর আবু আলম চৌধুরী।
নির্বাচিত সিআইপিরা এক বছর পর্যন্ত বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ভোগ করবেন। সিআইপি কার্ডের মেয়াদকালে বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য প্রবেশপত্রসংবলিত গাড়ির স্টিকার পাবেন তারা। এছাড়া সিআইপিরা বিভিন্ন জাতীয় অনুষ্ঠান ও মিউনিসিপ্যাল করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন। ভ্রমণের ক্ষেত্রে উড়োজাহাজ, রেল, সড়ক ও জলযানে আসন সংরক্ষণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন তারা।
সিআইপিদের জন্য ব্যবসা-সংক্রান্ত কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসাপ্রাপ্তির জন্য সংশ্লিষ্ট দূতাবাসকে উদ্দেশ করে ‘লেটার অব ইনট্রোডাকশন’ ইস্যু করবে। সিআইপিরা বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহারের সুবিধা পাবেন। এছাড়া স্ত্রী, পুত্র, কন্যা ও নিজের চিকিৎসার জন্য তারা সরকারি হাসপাতালে কেবিন সুবিধার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।