পাবলিক না, ব্লকে বিক্রি করবে মুন্নু সিরামিকের শেয়ার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১১-২৮ ১০:৫৯:৫১


শেয়ারবাজারে তালিকাভুক্ত মুন্নু সিরামিকের কর্পোরেট উদ্যোক্তা মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৩ লাখ শেয়ার ব্লক মার্কেটে বিক্রির ঘোষণা দিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, ২৭ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাউটে এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। ওই সংবাদে বলা হয়েছে কোম্পানিটির এই কর্পোরেট পরিচালক পাবলিক মার্কেটে শেয়ারগুলো বিক্রি করবে। কিন্তু কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে শেয়ারগুলো ব্লক মার্কেটে বিক্রি করা হবে।
সূত্রটি আরো জানিয়েছে, দ্রুতই ডিএসইর ওই সংবাদের সংশোধনী দেয়া হবে।
উল্লেখ্য, মুন্নু সিরামিকের কর্পোরেট পরিচালক মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কাছে কোম্পানিটির ১ কোটি ১৩ লাখ ৭৬ হাজার ৫৩২টি শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে ৩ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। যা ৩০ কার্যদিবসের মধ্যে বিক্রি করতে হবে উক্ত কর্পোরেট পরিচালককে।